৫৬। ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
[সড়ক ও জনপথ বিভাগ (২০২২), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (২০০৬), ১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন (২০১৪)]
৫৭। `উদ্ধার > উধার > ধার’ এটি কি ধরণের ধ্বনির পরিবর্তন?
[শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (২০২১)]
৫৮। ‘কাক থেকে কাগ’ কোন প্রকার পরিবর্তন?
[রেলপথ মন্ত্রণালয় (২০২১)]
৫৯। বর্ণ হলো ধ্বনির
[পিএসসি (২০২২)]

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।
