Type and Search the content here ...

রক্ত, রক্তচাপ ও রক্ত সঞ্চালন


গুরুত্বপূর্ণ তথ্যাবলী :-


☛ রক্ত এক ধরনের -তরল যোজক টিস্যু।
☛ রক্ত উৎপন্ন হয় - ভ্রূণের মেসোডার্ম থেকে ।
☛ রক্তরসে - প্রায় ৯১-৯২% পানি এবং ৮-৯% জৈব ও অজৈব পদার্থ থাকে।
☛ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ - ৫-৬ লিটার।
☛ মানবদেহের রক্তের PH — 7.2-7.4 ।
☛ রক্তের রং লাল হয় — হিমোগ্লোবিন (Haemoglobin) নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য ।
☛ রক্তের তরল অংশের নাম - প্লাজমা।
☛ মানুষের রক্তে রক্ত কণিকা আছে - ৩ প্রকার ।
☛ মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত - ১:৭০০ ।
☛ মানবদেহের পুলিশ ম্যান হিসেবে কাজ করে - শ্বেতকণিকা।
☛ যে উপাদানটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে - লৌহ।
☛ দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে - শ্বেতকণিকা।
☛ রক্তের লোহিত কণিকার কাজ হলো - অক্সিজেন বহন করা।
☛ লোহিত কণিকার আয়ুঙ্কাল - ১২০ দিন।
☛ রক্তের যে কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয় - শ্বেতকণিকা।
☛ রক্তে অণূচক্রিকার কাজ - রক্তজমাট বাঁধতে সাহায্য করা।
☛ যে রক্তকণিকা দেহে এন্টিবডি তৈরি করে - লিম্ফোসাইট।
☛ কোন যৌগটি রক্ত জমাটে বাধা দেয় - Heparin.
☛ রক্ত তঞ্চনে (Blood Coagulation) সাহায্য খনিজ মৌল - ক্যালসিয়াম।
☛ যেটি রক্তে অক্সিজেন পরিবহণ ক্ষমতা খর্ব করে - কার্বন মনোক্সাইড ।
☛ রক্তে অক্সিজেনের পরিমান কত নেমে গেলে অক্সিজেন দিতে হয় - ৯৫%।
☛ রক্তশূন্যতা দেখা দেয় - আয়রনের অভাবে।
☛ রক্তের গ্রুপ আবিস্কার করেন - কার্ল ল্যান্ডস্টেইনার।
☛ রক্তের গ্রুপ - ৪টি (A, B, AB and O).
☛ সার্বজনীন দাতা বলা হয় যে ব্লাড গ্রুপকে - O ব্লাড গ্রুপকে।
☛ একজন পূর্ণবয়স্ক মানুষ যতদিন পর রক্ত দান করতে পারেন - ৩ মাস।
☛ রক্তের মাধ্যমে ছড়ায় না - হেপাটাইটিস -এ।
☛ রক্তশূন্যতার জন্য যে ভিটামিন দায়ী - বি-১২।
☛ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা - ৯৮.৪ ফা।
☛ মানুষের রক্তচাপ নির্ণয় করা হয় - স্ফিগমোম্যানোমিটার দ্বারা।
☛ পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ - ১২০/৮০।
☛ পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারন ক্ষমতা - ৬ লিটার।
☛ মানবদেহে পানির পরিমাণ - ৭০%।
☛ রক্ত জমাট বাধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে - ক্যালসিয়াম।
☛ দেহের অভ্যান্তরে রক্ত জমাট বাঁধে না - রক্তে হেপারিন থাকায়।
☛ রক্তশূন্যতা হলে চুপসে যায় - শিরা।
☛ রক্তের লোহিত কণিকা তৈরি হয় - লোহিত অস্থিমজ্জায়।
☛ রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে বলে - লিউকোমিয়া।
☛ কোলেস্টরল একধরনের - অসম্পৃক্ত এলকোহল।
☛ উচ্চ রক্তচাপের জন্য দ্বায়ী - অ্যাড্রিনালিন গ্রন্থি।

✤ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নউত্তর ✤



১। রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?

[পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ (২০২৪)]

২। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?

[বিসিএস ২৭তম, স্বাস্থ্য মন্ত্রণালয় (২০২১), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (২০১৭)]

৩। স্বাভাবিক অবস্থায় রক্তের পিএইচ (Ph) -

[ সরকারি কর্ম কমিশন (২০২৪)]

৪। রক্তদানের বয়সসীমা কত?

[ সরকারি কর্ম কমিশন (২০২৪)]

৫। কোনটি সংক্রামক ব্যাধি নয়?

[মানবদেহ, রোগের কারন ও প্রতিকার] [ সরকারি কর্ম কমিশন (২০২৪)]

৬। কোনটি রক্তের কাজ নয়?

[ সরকারি কর্ম কমিশন (২০২৪), স্বাস্থ্য মন্ত্রণালয় (২০২১)]

৭। এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?

[বিসিএস ৪৬তম]

৮। মানুষের রক্তের PH কত?

[পিএসসি (২০২৪)]

৯। ডেঙ্গু রোগে আক্রান্ত হলে কি কমে যায়?

[রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (২০২৪)]

১০। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

[ইসলামী ব্যাংক (২০২৪)]


বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।