৬। ব্যাকরণে পুরূষ কাকে বলে?
[সাব-রেজিস্টার নির্বাচনী পরিক্ষা (২০০৩)]
৭। নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
[ডাক জীবন বীমা (২০২৩), ঢাকা বিশ্ববিদ্যালয় - গ ইউনিট (২০০৪)]
৮। ব্যাকরণের আলোচ্য বিষয়-
[সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (২০২৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২০১৫), রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০১০)]
৯। উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচন্য বিষয়?
[বিসিএস ১৮তম, বাংলাদেশ রেলওয়ে (২০২২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২০১২)]
১০। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
[বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (২০০৯), বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (২০২১)]
১১। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয়-
[প্রতিরক্ষা মন্ত্রনালয় (২০২৩), বিসিএস ৩৩তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২০১৭)]
১২। ক্রিয়ামূল , ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাতি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
[জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২০০৯)]
১৩। যৌগিক ক্রিয়ার উদাহরণ-
[গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (২০২০)]
১৪। মৌলিক স্বধ্বনি কয়টি?
[পূবালী ব্যাংক ]
১৫। ঘোষীভবনের উদাহরণ কোনটি?
[সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (২০২৩)]
১৬। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কী বলে?
[গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (২০২০)]
১৭। 'ঢ়'-এর ধানিতাত্ত্বিক পরিচয় কোনটি?
[গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (২০২৩)]
১৮। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ... উৎপন্ন হয় ।
[বিসিএস ১৮তম, পোষ্টমাস্টার জেনারেল (২০২৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২০১৫), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (২০১২),ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০৮),রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০১০) ++]
১৯। কোন দুটি অঘোষ ধ্বনি?
[বাংলাদেশ রেলওয়ে (২০২৩), সমবায় অধিদপ্তর (২০২৩), ইসলামী ব্যাংক (২০২৪)]
২০। বাংলা ভাষাই ব্যবহৃত ধ্বনি কত প্রকার?
[বিসিএস ৩০তম, বিসিএস ১৩তম, বিসিএস ২৫তম, বিসিএস ৩৫তম, বিসিএস ৩৬তম, প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৫) ++]
২১। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়?
[বিসিএস ৩২তম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (২০১২,২০১৪), প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৫), জাতীয় রাজস্ব বোর্ড (২০১২) ++]
২২। কোনটি মৌলিক শব্দ?
[যুব উন্নয়ন অধিদপ্তর (২০২২), ডাক বিভাগ (২০২৩)]
২৩। শিশুর প্রমিত রীতি শেখার মাধ্যম কোনটি?
[]
২৪। সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০৪), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২০০৭,২০১৪), বাংলাদেশ সরকারি কর্মকমিশন (২০২১), বাংলাদেশ রেলওয়ে (২০২২) ++]
২৫। কোন দুটি অঘোষ ধ্বনি?
[সমবায় অধিদপ্তর (২০২৩), বাংলাদেশ রেলওয়ে (২০২৩), ইসলামী ব্যাংক (২০২৪), পোস্টমাস্টার (২০২২)]
২৬। বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘস্বর আছে?
[পোস্টমাস্টার জেনারেল (২০২৩), বিশেষ শিক্ষক নিবন্ধন (২০১০), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২০০৮), ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০০,২০০২)]
২৭। 'চ' ও 'জ' এর পরে নাসিক্য ধ্বনি কি হবে?
[পোস্টমাস্টার জেনারেল (২০২৩)]
২৮। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
[বিসিএস ৪৫তম]
২৯। 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
[বিসিএস ৪৫তম]
৩০। ধ্বনি'র লিখিত রূপকে বলা হয় ......
[বিসিএস ৩২তম, প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৫), কারিগরি শিক্ষা অধিদপ্তর (২০২১), ডাক বিভাগ (২০২২), স্বাস্থ্য অধিদপ্তর (২০২২)]

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।
