Type and Search the content here ...

প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি


গুরুত্বপুর্ণ তথ্যাবলী :


☛ বাংলাদেশের প্রাচীন জাতি - অস্ট্রিক।
☛বরেন্দ্রভূমি বাংলাদেশের - উত্তরবঙ্গ তথা রাজশাহী অঞ্চলে অবস্থিত।
☛দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের অভিহিত করা হয় - দ্রাবিড় নামে।
☛আর্যজাতি যে দেশ থেকে এসেছিল - ইরান।
☛আর্যদের আদি বাসস্থান ছিল - ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে।
☛সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন - রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
☛বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত - ইন্দো-ইউরোপীয়।
☛প্রাচিন শহর পুণ্ড্রনগর - বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের করতোয়া নদীর তীরে অবস্থিত।
☛বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র - মহাস্থানগড়।
☛মহাস্থানগড় মৌর্য আমলে যে নামে পরিচিত ছিল - পুণ্ড্রনগর।
☛‘চন্দ্রদীপ’ যে জেলার পূর্ব নাম - বরিশাল।
☛‘শালবন বিহার’ প্রত্নস্থল - সমতট জনপদের।
☛তাম্রলিপ্ত - প্রচীন জনপদ/প্রাচীনতম বন্দর।
☛প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট - চন্দ্রগুপ্ত মৌর্য।
☛‘অর্থশাস্ত্র’-এর রচয়িতা - চাণক্য(ছদ্মনাম-কৌটিল্য)।
☛সম্রাট অশোকের রাজত্বকাল ছিল - খ্রিষ্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ।
☛গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা - প্রথম চন্দ্রগুপ্ত(৩২০ খ্রিষ্টাব্দে)।
☛দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল - বিক্রমাদিত্য।
☛গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা - সমুদ্র গুপ্ত।
☛শশাঙ্কের রাজধানীর নাম ছিল - কণৃসুবর্ণ।
☛গুপ্ত যুগের কবি ছিলেন - মহাকবি কালিদাস।
☛বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন - শশাঙ্ক।
☛‘নালন্দা বিম্বদ্যিালয়’প্রাণকেন্দ্র হয়ে উঠে - ধর্মপালের পৃষ্ঠপোষকতায়।
☛পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন - বৌদ্ধ।
☛সেন বংশ ও বাংলার শেষ হিন্দু রাজা - লক্ষ্মণ সেন।
☛কৌলীন্য ও বর্ণ প্রথার প্রবর্তক - বল্লাল সেন।
☛মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল - গৌড়।
☛বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন - ঈসা খান।
☛বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন - ইসলাম খান।
☛ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন - মুহাম্মদ ঘুরী।
☛সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন - ১৭ বার।
☛বাংলায় ‘স্বাধীন সুলতানী’ শাসন প্রতিষ্ঠা করেন - ফখরুদ্দিন মোবারক শাহ।
☛ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী যে শতাব্দীতে ভরতবর্ষে আসেন - ত্রয়োদশ।
☛বিখ্যাত পর্যটক ইবনে বতুতা যে দেশের নাগরিক - মরক্কোর।
☛বিখ্যাত পর্যটক ইবনে বতুতা সোনারগাঁও ভ্রমণ করেন - ১৩৪৬ সালে।
☛মুহাম্মদ ঘুরী এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয় - ১১৯২ সালে।
☛বাগেরহাটের ‘মিঠাপুকুর’ খনন করেন - সুলতান নুসরত শাহ।
☛বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন - ইলিয়াস শাহ।
☛যে আমলে ‘বাংলা গজল ও সুফী সাহিত্য’ সৃষ্টি হয় - হুসেন শাহী।
☛মুঘলদের আদি বাসভূমি - তুর্কিস্থান।
☛মুঘল সম্রাট হিসেবে প্রথম বাংলা জয় করেন - হুমায়ুন।
☛তাজমহল অবস্থিত - যমুনা নদীর তীরে।
☛শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কবর - ইয়াঙ্গুন/রেঙ্গুন।
☛প্রাচীন বাংলার গৌরব ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হয় - মুঘল আমলে।
☛বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন - সিরাজ-উদ-দৌলা।
☛ঈশা খাঁ ছিলেন - বাংলার বারভূঁইয়ার একজন (শ্রেষ্ঠ ভূইয়া)।
☛ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপিত হয় - ১৬১০ খ্রিঃ।
☛ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’ ব্যবস্থার প্রবর্তক - শের শাহ।
☛‘ফোর্ট উইলিয়াম দুর্গ’ অবস্থিত - কলকাতা।
☛ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় - ১৪৯৮ সালের ১৪ মে।
☛ওলন্দাজরা যে দেশের নাগরিক - নেদারল্যান্ডস (হল্যান্ড)।
☛‘ফিরিঙ্গি’ বলা হয় - পর্তুগিজদের।
☛বাংলাদেশে স্থানীয় শাসনব্যবস্থার প্রবর্তন করেন - লর্ড কার্জন।
☛কলকাতার ১ম রঙ্গমঞ্চ তৈরি হয় - ১৭৫৩ সালে।
☛ফকির আন্দোলনের নেতা ছিলেন - মজনু শাহ।
☛সতীদাহ প্রথা কবে রহিত হয় - ১৮২৯ সালে।
☛হিন্দু ‘বিধবা বিবাহ’ আইন প্রণীত হয় - ১৮৫৬ সালে।
☛বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন - ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ (দ্বিতিয়)।
☛উপমহাদেশের প্রথম কগজের মুদ্রা চালু করেন - লর্ড ক্যানিং।
☛ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ - ফকির ও সন্যাসী বিদ্রোহ।
☛সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন - মঙ্গল পান্ডে।
☛‘লাহোর প্রস্তাব’ গৃহীত হয় - ১৯৪০ সালে।
☛শ্বেতাঙ্গ-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ স্বরূপ প্রথম স্বতঃস্ফূর্ত আন্দোলন - ভারত ছাড় আন্দোলন।
☛‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয় - ১৯৪২ সালে।
☛‘ভারত ছাড়’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন - মহাত্মা গান্ধী।
☛তেভাগা আন্দোলনেল নেত্রী - ইলা মিত্র।
☛হাজী মোহাম্মদম মহসীনের বাড়ি - হুগলী।
☛যে মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
☛বঙ্গভঙ্গের সুপারিশ করেন - লর্ড কার্জন।
☛বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন - লর্ড হার্ডিঞ্জ।
☛মুসলিম লীগ (১৯০৬) প্রতিষ্ঠা করেন - নবাব সলিমুল্লাহ।
☛এ. কে. ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন - ১৯৫৬ সালে।
☛জমিদারি প্রথা বাংলাদেশ হতে যে সালে উচ্ছেদ হয় - ১৯৫০ সালে।
☛পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন - স্যার ফ্রেডারিক চামারস বোর্ন।
☛১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী - খাজা নাজিমুদ্দীন।
☛পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী - লিয়াকত আলী খান।
☛বাংলাদেশের সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক - বৈশাখী মেলা।
☛মুক্তির গান চলচ্চিত্র পরিচালনা করেছেন - তারেক মাসুদ।
☛ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য - গীতিকা।
☛দেশের প্রথম আদিবাসী মেলা অনুষ্ঠিত হয় - কক্সবাজারে।
☛☛‘দেওয়ানা মদীন’ যার অসামান্য সৃষ্টি - মনসুর বয়াতি।
☛‘ঠাকুরমার ঝুলি’ এর লেখক - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
☛‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংরা ভাষা’ গানের রচয়িতা - অতুল প্রসাদ সেন।
☛‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ গানটি লিখেছেন - গোবিন্দ হালদার।
☛‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির রচয়িতা - গোবিন্দ হালদার।
☛সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহ িনৃত্য - মণিপুরি নৃত্য।
☛ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহ িনৃত্য - ধুপ।
☛বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী - বুলবুল চৌধুরী।
☛‘মরমি’ কবি - হাসন রাজা।
☛সোনা মসজিদ অবস্থিত - চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
☛ময়নামতিতে যে সভ্যতার নিদর্শন পাওয়া যায় - বৌদ্ধ সভ্যতা।
☛‘শালবন বিহার’ অবস্থিত - কুমিল্লা।
☛পাহাড়পুর বৌদ্ধ বিহার এর নির্মাতা - ধর্মপাল।
☛‘কান্তজীউ মন্দির’ অবস্থিত - দিনাজপুর।
☛বরেন্দ্র জাদুঘর - রাজশাহী জেলায়।
☛উয়ারী-বটেশ্বর যে কারণে আলোচিত - প্রত্নতাত্ত্বিক খনন।
☛পাহারপুর অবস্থিত - নওগাঁ জেলায়।
☛‘নন্দন কানন’ প্রতিষ্ঠা করেন - এস. এম. সুলতান।
☛‘রাষ্ট্র ভাষা সংগ্রাম’ পরিষদ গঠন হয় - ১৯৪৭ সালে।
☛বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় - ১১ মার্চ ১৯৪৮।
☛সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ১৯৫২ সালের ৩০ জানুয়ারি।
☛বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় - ১৯৫৬ সালে।
☛যে সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে - ইউনেস্কো।
☛আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২১ ফেব্রুয়ারি।
☛ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন (জহির রায়হান)।
☛ বিশ্বে বর্তমানে বাংলা ভাষার অবস্থান - সপ্তম।
☛কেন্দীয় শহীদ মিনারের স্থপতি - হামিদুর রহমান।
☛ভারতের যে রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতিয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে - ঝাড়খণ্ড।
☛বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যে দেশে - যুক্তরাজ্য।
☛যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৯৫৪ সালে।
☛ ১৯৫৪ সালেব সাধারন নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে ছিল - ২১ দফা।
☛১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন - এ কে ফজলুল হক।
☛১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে প্রভাব পরিলক্ষিত হয় - মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির।
☛গণতন্ত্রের মানসপুত্র বলে পরিচিত - হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
☛বাঙালি জাতির ‘মুক্তি সনদ’ হিসেবে পরিচিত - ৬ দফা কর্মসূচি।
☛‘ছয় দফা’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল - ২৩ মার্চ ১৯৬৬।
☛ঐতিহাসিক ছয় দফার পথম দফা - প্রাদেশিক স্বয়ত্তশাসন।
☛ছয় দফাকে তুলনা করা হয় - ম্যাগনাকার্টার সাথে।
☛ বর্তমান আসাদ গেটের পূর্বনাম ছিল - আইয়ুব গেট।
☛ শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় - ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
☛গণঅভ্যুত্থান দিবস পালিত হয় - ২৪ জানুয়ারি।
☛ ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে ঘোষণা করে - এগার দফা।
☛১৯৬৯ এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস - চিলেকোঠার সেপাই।
☛আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় - ৩ জানুয়ারি ১৯৬৮।
☛১৯৭০ সালের সাধারন নির্বাচনে প্রধান নির্বচন কমিশনার ছিলেন - বিচারপতি আব্দুস সাত্তার।
☛ পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল - ১৬৯টি।
☛১৯৭০ সালের নির্বচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে জয়লাভ করেছিল - ১৬৭টি আসন।
☛ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল - ৩১০টি।
☛বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর - ৩ মার্চ।
☛বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয় - ৩ মার্চ ১৯৭১।
☛ অসহযোগ আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল - ৭ মার্চ ভাষণের পর।
☛স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম প্রচার শুরু করে - কালুরঘাট থেকে।
☛বঙ্গবন্ধুর ‘স্বাধীনতা ঘোষণা’ ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম প্রচার করেন - এম এ হান্নান।
☛গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র (অস্থায়ী) পাঠ করেন - অধ্যাপক ইউসুফ আলী।
☛ বাংলাদেশের প্রথম সরকারের নাম - মুজিবনগর সরকার।
☛বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল - ১০ এপ্রিল ১৯৭১।
☛বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় - মুজিবনগর।
☛বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে - ১৭ এপ্রিল ১৯৭১।
☛মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন - আব্দুল মান্নান।
☛মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত - মেহেরপুর জেলায়।
☛মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি - তানভীর করিম।
☛স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান - চরমপত্র।
☛ জেনারেল ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন - ১৭ এপ্রিল ১৯৭১।
☛বাংলাদেশেল মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র যুদ্ধক্ষেত্রকে ভাগ করা হয় - ৬৪টি সাব সেক্টরে।
☛বাংলাদেশেল মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর - ২নং সেক্টরের অধীনে ছিল।
☛মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম ছিল - ক্র্যাক প্লাটুন।
☛মুক্তিযুদ্ধে সেক্টর ২-এর অধিনায়ক ছিলেন - মেজর খালেদ মোশাররফ।
☛বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো সেক্টর - সেক্টর ১০।
☛অপারেশন জ্যাকপট হলো - নৌ অভিযান।
☛‘অপারেশন জ্যাকপট’ পরিচালনা করা হয় -১৫ আগষ্ট ১৯৭১।
☛মৃক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন - ১১ নং সেক্টরে।
☛বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’ ব্রিগেডের প্রধান ছিলেন - জিয়াউর রহমান।
☛‘মুজিব বাহিনী’ যাদের নিয়ে গঠিত হয়েছিল - যুবকদের।
☛স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী গঠিত হয় - ২১ নভেম্বর ১৯৭১।
☛মুক্তিযুদ্ধকালীন যে তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয় - ১৪ ডিসেম্বর ১৯৭১।
☛ বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান - ৮ জানুয়ারি ১৯৭২।
☛বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ - সেনেগাল।
☛বাংলাদেশকে চীন যে সালে স্বীকৃতি দেয় - ১৯৭৫।
☛বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতাকারী দেশ - যুক্তরাষ্ট্র ও চীন।
☛শহীদ বুদ্ধিজীবী দিবস - ১৪ ডিসেম্বর।
☛মুক্তিযুদ্ধে প্রথম শত্রমুক্ত জেলা হলো - যশোর।
☛বঙ্গবন্ধু স্বাধীন দেশে আগমন করে ১০ জানুয়ারি ১৯৭২।
☛বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশী সরকার প্রধান - ইন্দিরা গান্ধী।
☛মুক্তিযুদ্ধের আত্মসমর্পনের দলিল স্বক্ষরিত হয় - সোহরাওয়ার্দী উদ্যানে।
☛মুক্তিযুদ্ধের আত্মসমর্পনের অনুষ্ঠানে মিত্রবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন - জেনারেল জগজিৎ সিং আরোরা।
☛বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর পদবি ছিল - ল্যান্স নায়েক।
☛মুক্তিযুদ্ধে সর্বশেষ শহিদ হন - বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
☛বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন - ভোলা।
☛বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সমাহিত করা হয় - শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
☛বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা - ডব্লিউ এ এস ওডারল্যান্ড।
☛বিদেশী মুক্তিযোদ্ধা ডব্লিউ এ এস ওডারল্যান্ড যে দেশের নাগরিক - নেদারল্যান্ডস।
☛নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীবপ্রতীক খেতাব পান - ক্যাপ্টেন সিতারা বেগম।
☛একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম - ইউ কে চিং।
☛মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র - জীবন থেকে নেওয়া।
☛মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র - ওরা ১১ জন।
☛স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় - গানের ডালি।
☛মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি - গানটি প্রথম বেকর্ড করেন - আপেল আহমুদ।
☛রবিশংকর একজন বিখ্যাত সেতারবাদক।
☛‘শিখা চিরন্তন’ অবস্থিত - সোহরাওয়ার্দী উদ্যানে।
☛‘শিখা অনির্বাণ’ অবস্থিত - ঢাকা সেনানিবাসে।
☛‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ অবস্থিত - আগারগাঁও, ঢাকা।
☛‘গনহত্যা জাদুঘর’ অবস্থিত - খলনা।
☛বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার - এ এন সাহা।
☛বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় - ঢাকা বিশ্ববিদ্যালয়।
☛জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন - আ.স.ম. আব্দুর রব।
☛‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ প্রথম প্রকাশিত হয় - ১৯০৫।
☛বাংলাদেশের রণসংগীতের রচয়িতা - কাজী নজরুল ইসলাম।
☛বাংলাদেশের রণসংগীত সর্বপ্রথম প্রকাশিত হয় - শিখা পত্রিকায়।
☛আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় - ১৯৯৯ সালে।
☛বাংলাদেশের জাতীয় গাছের নাম - আমগাছ।

১। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?

[বিসিএস ৪৬তম]

২। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?

[বিসিএস ৪৫তম]

৩। কোন এলাকাকে 'Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে?

[বিসিএস ৪৫তম ]

৪। কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলংকৃত করেন ?

[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]

৫। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে ?

[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।