Type and Search the content here ...

বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব


গুরুত্বপূর্ণ তথ্যাবলী:-


☛ বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান বা দ্বীপ - ছেঁড়াদ্বীপ/সেন্টমার্টিন দ্বীপ।
☛ বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ - ভোলা।
☛ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ - মহেশখালী।
☛ বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ - সুন্দরবন।
☛ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকের উপজেলা - টেকনাফ।
☛ বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা - ৪৯৫টি (২০২৩)।
☛ বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা - থানচি।
☛ যে জেলাকে ‘বাংলার শস্যভান্ডার’ বলা হয় - বরিশাল জেলাকে।
☛ বাংলাদেশের সর্ব উত্তরের থানা - তেঁতুলিয়া।
☛ ‘তিতাস’ উপজেলা যে জেলায় অবস্থিত - কুমিল্লা।
☛ বাংলাদেশের পর্যটন রাজধানী - কক্সবাজার।
☛ দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রি হলে সময়ের পার্থক্য - ৪ মিনিট।
☛ কর্কটক্রান্তি রেখা ও ৯০ ডিগ্রি দ্রাঘিমারেখার ছেদ বিন্দু মিলিত হয়েছে - ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়।
☛ বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন - জেমস রেনেল।
☛ সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী - হাড়িয়াভাঙ্গা (সাতক্ষীরা)।
☛ জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম মহাদেশ - এশিয়া।
☛ ইন্দোচীন - লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম।
☛ এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে - লোহিত সাগর ও সুয়েজ খাল।
☛ বাংলাদেশ এশিয়ার যে অঞ্চলে অবস্থিত - দিক্ষিণ এশিয়া।
☛ এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে - বিষুব রেখা।
☛ এশিয়ার যে অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় - মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
☛ বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র - ইন্দোনেশিয়া।
☛ লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত - আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে।
☛ বাংলাদেশ যে মহাদেশে অবস্থিত - এশিয়া।
☛ এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ - বোর্নিও।
☛ এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো যে নামে পরিচিত - মধ্যপ্রাচ্য।
☛ সর্বাধিক সীমান্তবেষ্টিত দেশ - চীন ও রাশিয়া।
☛ পোর্ট ব্লেয়ার - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী।
☛ এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমি - পশ্চিম সাইবেরীয় সমভূমি।
☛ ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায় একসাথে বলে - ইউরেশিয়া।
☛ মধ্য এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত ছিল - সোভিয়েত ইউনিয়নের।
☛ সেনকাকু দ্বীপ নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে - চীন ও জাপান।
☛ চিকেন নেক নামে পরিচিত - শিলিগুড়ি করিডোর।
☛ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে একত্রে বলা হয় - সেভেন সিস্টার্স।
☛ লাদাখ অঞ্চলটি অবস্থিত - ভারত ও চীন সীমান্তে।
☛ নিউ সিল্ক রুটের প্রবক্তা - শি জিন পিং।
☛ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর - টোকিও।
☛ বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো - ভ্যাটিকান সিটি।
☛ ভার্সাই নগরীটি অবস্থিত - ফ্রান্সে।
☛ বেনেলাক্স অর্থনৈতিক অঞ্চলটি গঠিত - বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লক্সেমবার্গকে নিয়ে।
☛ ব্ল্যাক ফরেস্ট যে দেশে অবস্থিত - জার্মানিতে।
☛ জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়াকে বলা হয় - ট্রান্স ককেসিয়ান অঞ্চল।
☛ কৃষ্ণসাগরের উপকূল ঘেঁষে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া দখল করে - ২০১৪ সালে।
☛ ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝঝিয়া অবস্থিত - ইউক্রেনে।
☛ ইউরোপের সর্বশেষ স্বাধীন মুসলিম দেশ - কসোভো (২০০৮)।
☛ ইউরোপ মহাদেশ অবস্থিত - উত্তর গোলার্ধে।
☛ এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে - কাস্পিয়ান সাগর, উরাল পর্বত ও উরাল নদী।
☛ ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে - ভূ-মধ্যসাগর।
☛ িশ্বের বৃহত্তম দ্বীপ - গ্রীনল্যান্ড।
☛ উরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ - গ্রেট ব্রিটেন।
☛ ারিউপোল ও ওডেসা বন্দর দুটি অবস্থিত - ইউক্রেনে।
☛ উক্রেন অবস্থিত - পূর্ব ইউরোপে।
☛ ক্ষিণ ওশেটিয়া অবস্থিত - ককেশাস অঞ্চলে।
☛ ফ্রিকা মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে - বিষুবরেখা।
☛ ফ্রিকা মহাদেশের দেশগুলোর বৈশিষ্ট্য - জ্যামিতিক সীমারেখা।
☛ ে মহাদেশে সবচেয়ে বেশি স্বাধীন দেশে রয়েছে - আফ্রিকা (৫৪টি)।
☛ আরব বসন্তের সূতিকাগার - তিউনিশিয়া।
☛ পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ - দক্ষিণ সুদান (২০১১)।
☛ বাংলাদেশ স্কয়ার অবস্থিত - লাইবেরিয়া।
☛ পৃথিবীর উষ্ণতম স্থান - আল-আজিজিয়া (লিবিয়া, সর্বোচ্চ তাপমাত্রা ৫৮ডিগ্রি সে.)।
☛ উগান্ডাকে ‘Pearl of Africa’ নামে অভিহিত করেন - উইনস্টন চার্চিল।
☛ Dead Heart of Africa বলা হয় - শাদকে।
☛ সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল - ফ্রান্স।
☛ আফ্রিকা মহাদেশের উত্তর ও দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে যথাক্রমে - কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা।
☛ উত্তমাশা অন্তরীপ যে মহাদেশে অবস্থিত - আফ্রিকা।
☛ পৃথিবীর বৃহত্তম লবঙ্গ উৎপাদনকারী অঞ্চল - জানজিবার (তানজানিয়া)।
☛ সিয়েরা লিওন শব্দের অর্থ হলো - সিংহের পর্বত।
☛ গ্রীনল্যান্ড অবস্থিত যে মহাদেশে - উত্তর আমেরিকা।
☛ পৃথিবীর রুটির ঝুড়ি প্রেইরি অঞ্চল বিস্তৃত - মধ্য আমেরিকা থেকে মধ্য মিসিসিপি অববাহিকা পর্যন্ত।
☛ গ্রান্ড ক্যানিয়ন অবস্থিত যে মহাদেশে - উত্তর আমেরিকা।
☛ মিঠা পানির হ্রদ সুপিরিয়র অবস্থিত - উত্তার আমেরিকা মহাদেশে।
☛ মেক্সিকো দেশটি যে মহাদেশের অন্তর্গত - উত্তর আমেরিকা।
☛ ‘কানকুন’ অবস্থিত - মেক্সিকো।
☛ ক্যারিবিয়ান অঞ্চলের দুটি দেশের নাম - হাইতি ও কিউবা।
☛ সেন্ট কিটস এর অপর নাম - সেন্ট ক্রিস্টোফার দ্বীপ।
☛ ‘কোস্টারিকা’ শব্দের অর্থ - ধনী উপকূল।
☛ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে - পানামা খাল।
☛ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশশাসিত একটি দ্বীপপুঞ্জ - ফকল্যান্ড।
☛ আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করেছিল - ১৯৮২ সালে।
☛ পানামা খাল পৃথক করেছে - উত্তর ও দক্ষিণ আমেরিকাকে।
☛ বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ - কলম্বিয়া।
☛ সুরিনাম যে মহাদেশে অবস্থিত - দক্ষিণ আমেরিকা।
☛ ব্রাজিল যে মহাদেশে অবস্থিত - দক্ষিণ আমেরিকা।
☛ দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ - ইকুয়েডর।
☛ কলম্বিয়া যে মহাদেশে অবস্থিত - দক্ষিণ আমেরিকা।
☛ ইকুয়েডর দেশটির নাম যে ভৌগোলিক রেখার নামানুসারে করা হয়েছে - বিষুব রেখা।
☛ ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ - এশিয়ার দক্ষিণাঞ্চল।
☛ অস্ট্রেলিয়ার মধ্যদিয়ে যে রেখা অতিক্রম করেছে - মকরক্রান্তি রেখা।
☛ জনসংখ্যা ও আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ - ওশেনিয়া।
☛ যে দেশটি ‘মিলেনেশিয়া’ অঞ্চলের অন্তর্ভুক্ত - ফিজি।
☛ যে দ্বীপটি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত - সামোয়া।
☛ অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস - জানুয়ারি।
☛ কুইন্সল্যান্ড যে দেশের অংশ - অস্ট্রেলিয়া।
☛ বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত - কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।
☛ মাইক্রোনেশিয়া শব্দের অর্থ - ক্ষুদ্র দ্বীপ।
☛ গুয়াম, ওয়াক ও মারিয়ানা দ্বীপপুঞ্জ অবস্থিত - মাইক্রোনেশিয়া অঞ্চলে।
☛ পলিনেশিয়া শব্দের অর্থ - অনেক দ্বীপ।
☛ পলিনেশিয়া দ্বীপগুলো অবস্থিত - মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।
☛ পাপুয়া নিউগিনি ও নিউক্যালডোনিয়া দ্বীপ দুটি অবস্থিত - মিলেনেশিয়ায়।
☛ মিলেনেশিয়া শব্দের অর্থ - কৃষ্ণদ্বীপ।
☛ দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় - নিউজিল্যান্ডকে।
☛ এন্টার্কটিকা আয়তনে বিশ্বের যততম বৃহত্তম মহাদেশ - পঞ্চম।
☛ এন্টার্কটিকায় যে দুটি ঋতু বিদ্যমান - শীতকাল ও গ্রীষ্মকাল।
☛ স্থায়ী জনবসতি নেই - এন্টার্কটিকায়।
☛ এন্টার্কটিকা মহাদেশকে বলা হয় - বহস্যাবৃত মহাদেশ।
☛ বিগ অ্যাপেল যে শহরের নাম - নিউইয়র্ক।
☛ বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড যে দেশে রয়েছে - মিশর।
☛ মার্বেলের দ্বীপ - ইতালি।
☛ ‘আলেপ্পো’ শহরটি অবস্থিত - সিরিয়া।
☛ ‘কান্দাহার’ যে দেশের শহর - আফগানিস্তান।
☛ বিশ্বের যে শহরকে ‘দক্ষিণের রানি’ বলা হয় - সিডনি।
☛ ‘বাজারের শহর’ বলা হয় যে শহরকে - কায়রো।
☛ ভার্সাই নগরীর অবস্থান - ফ্রান্সে।
☛ মুক্তার দ্বীপ - বাহরাইন।
☛ বজ্রপাতের দেশ - ভুটান।
☛ প্রাচ্যের ডান্ডি - নারায়ণগঞ্জ।
☛ ধীবরের দেশ - নরওয়ে।
☛ সূর্যোদয়ের দেশ/ভুমিকম্পের দেশ - জাপান।
☛ ‘চির বসন্তের শহর বা নগরী’ নামে পরিচিত - কিটো (ইকুয়েডর)।
☛ ‘চীনের দুঃখ’ নামে পরিচিত - হোয়াংহো নদী।
☛ ‘বিশ্বের রাজধানী’ বলা হয় - নিউইয়র্ককে।
☛ বার্সেলোনা নগরীর অবস্থান - স্পেনে।
☛ ‘বাংলা টাউন’ অবস্থিত - লন্ডনে।
☛ ‘ইন্ডিয়া হাউজ’ এর অস্থান - যুক্তরাজ্য (লন্ডন)।
< ☛ ‘হারারে’র পূর্বনাম - সলসব্যারী।

☛ ‘বাতাসের শহর/পৃথিবীর কসাইখানা’ বলা হয় - শিকাগোকে।
☛ ভূ-স্বর্গ - কাশ্মীর।
☛ আগুনের দ্বীপ - আইসল্যান্ড।
☛ সাত পাহাড়ের দেশ - রোম।
☛ ‘ব্রহ্মদেশ’ নামে পরিচিত - মিয়ানমার।
☛ ইউরোপের রুটির ঝুড়ি - ইউক্রেন।
☛ হাজার দ্বীপের দেশ - ইন্দোনেশিয়া।
< ☛ নিষিদ্ধ দেশ - তিব্বত।
☛ পবিত্র দেশ - ফিলিস্তিন।
☛ ‘পঞ্চম ড্রাগনের’ দেশ বলা হয় - তাইওয়ানকে।
☛ বাংলাদেশের আয়তন - ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (৫৬,৯৭৭ বর্গমাইল)।
☛ বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল।
☛ বাংলাদেশের রাষ্ট্রীয় সমুদ্রসীমা - ৯,০০০ বর্গকিমি।
☛ াররেতের সাথে বাংলাদেশের স্থলসীমা - ৪১৫৬ কিমি।
☛ মিয়ানমারের সাথে স্থলসীমা - ২৭১ কিমি।
☛বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য - ৭১১ কিমি।
☛ আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ - চট্টগ্রাম।
☛বাংলাদেশের সবচেয়ে বড় জেলা - বাঙামাটি।
☛বাংলাদেশের সর্বশেষ বিভাগ - ময়মনসিংহ।
☛বাংলাদেশে উপকূলীয় জেলা - ১৯টি।
☛বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা - নারায়ণগঞ্জ।
☛বাংলাদেশের বৃহত্তম উপজেলা - শ্যামনগর।
☛বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত - ভারত-বাংলাদেশ সীমান্ত।
☛বাংলাদেশের যে জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে - রাঙামাটি।
☛ ামাবিল সীমান্তে ভারতের যে শহরটি অবস্থিত - ডাউকি।
☛ সার্কভূক্ত দেশগুলির মধ্যে আয়তনে বাংলাদেশ - চতুর্থ।
☛বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখার নাম - র‌্যাডক্লিফ লাইন।
☛ নসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ - চীন।
☛ ম‍্যাকমোহন লাইন' যে দুটি দেশের সীমানা নির্ধারণ করে - চীন ও ভারত।
☛ নসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ - ভারত।
☛ য়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ - মালদ্বীপ।
☛ ইরান- ইরাক যুদ্ধের প্রধান কারণ - শাত-ইল-আরব নদীর জনসীমা নিয়ে বিরোধ।
☛ পৃথিবীর সর্ববৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র বলা হয় - ভারতকে।
☛ ঐতিহাসিক বাবরি মসজিদ অন্তর্ভুক্ত ছিল - ভারতের উত্তর প্রদেশের।
☛ ভারতের অঙ্গরাজ্য রয়েছে - ২৮টি।
☛ ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল - ৮টি।
☛ আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ - ভারত।
☛ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত - বঙ্গোপসাগরে।
☛ বিতর্কিত শাখালিন দ্বীপপুঞ্জ অবস্থিত - জাপানের উত্তরে।
☛ জাপানের বৃহত্তম দ্বীপ - হনসু।
☛ গোলান মালভূমি অবস্থিত - সিরিয়ায়।
☛ জনসংখ্যা ও আয়তনের দিক থেকে ইউরোপের বৃহত্তম দেশ - রাশিয়া।
☛ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ - রাশিয়া।
☛ ইউরোপের সর্ব উত্তরের দেশ - নরওয়ে।
☛ দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত - বলকান অঞ্চল।
☛ ভ্যাটিকান সিটির অবস্থান - রোমের অভ্যান্তরে।
☛ বসনিয়া ও হার্জেগোভিনাকে পৃথককারী নদী - দ্রিনা।
☛ বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত যে দুটি দেশের মধ্যে অবস্থিত - ভ্যাটিকান ও ইতালি।
☛ ইউরোপের বৃহত্তম নগরী - প্যারিস।
☛ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট হিসেবে পরিচিত - বেলজিয়াম।
☛ ক্রিমিয়ার আয়তন - ২৬১০০ বর্গকিমি।
☛ ইউরোপ মহাদেশের দক্ষিণে অবস্থিত - আফ্রিকা মহাদেশ।
☛ ওয়েচল্যান্ড যে দেশের পূর্বনাম - জার্মানি।
☛ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ - আফ্রিকা।
☛ জনসংখ্যা ও আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ - সিচেলেস।
☛ আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে - জিব্রাল্টার প্রণালি।
☛ আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ - আলজেরিয়া।
☛ আয়তনে আফ্রিকার বৃহত্তম শহর - কায়রো।
☛ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ - আফ্রিকা।
☛ ইরিত্রিয়া যে দেশের অংশ ছিল - ইথিওপিয়ার।
☛ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা - সনোরা লাইন।
☛ কানডার পশ্চিমে অবস্থিত মহাসাগর - প্রশান্ত মহাসাগর।
☛ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান - ক্যারিবিয়ান সাগরে।
☛ ‘মেক্সিকো’ যে মহাদেশের অন্তর্ভুক্ত - উত্তর আমেরিকা।
☛ আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ - কানাডা।
☛ ব্রডওয়ে অবস্থিত - নিউইয়র্কে।
☛ ‘ওয়েস্ট ইন্ডিজ’ হলো - ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী কতিপয় রাষ্ট্রের সমষ্টি।
☛ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ - উত্তর আমেররিকা।
☛ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যের মধ্যে যে দুটি রাজ্য মূল ভূখন্ডের বাইরে - হাওয়াই ও আলাস্কা।
☛ বিখ্যাত ইস্টার দ্বীপ ও জুয়ান ফার্নান্ডেজ দ্বীপের মালিকানা - চিলির।
☛ আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ - ব্রাজিল।
☛ ব্রাজিলে রাজ্য আছে - ২৬টি।
☛ দক্ষিন আমেরিকার স্থলবেষ্টিত দেশ - ভলিভিয়া।
☛ ভেনিজুয়েলা শব্দের অর্থ - ক্ষুদ্র ভেনিস।
☛ বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ - চিলি।
☛ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড উপনিবেশ ছিল - ইংল্যান্ডের।
☛ বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ - ওশেনিয়া।
☛ আয়তনে ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ - নাউরু (২১বর্গকিমি)।
☛ পৃথিবীর মোট জমাটবন্ধ বরফের - এন্টার্কটিকায় রয়েছে ৯০ ভাগ।
☛ এন্টার্কটিকা মহাদেশ অবস্থিত - দক্ষিণ মেরুতে।
☛ বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নাই - বরিশাল ও ঢাকা বিভাগ।
☛ বাংলাদেশের যে জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত - রাঙামাটি।
☛ যে জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে - বান্দরবান।
☛ ‘মংডু’ যে দুটি দেশের সীমান্ত এলাকা - বাংলাদেশ-মিয়ানমার।
☛ বাংলাদেশের সর্ববৃহৎ জেলা - রাঙামাটি।
☛ ঘুমধুম সীমান্ত অবস্থিত যে জেলায় - বান্দরবান।
☛ যে জেলা ভারত সীমান্তে অবস্থিত নয় - কক্সবাজার।
☛ তিন বিঘা করিডোর অবস্থিত যে জেলায় - লালমনিরহাট।
☛ সিলেট জেলার উত্তরে যে ভারতীয় রাজ্য অবস্থিত - মেঘালয়।
☛ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত - ২৭১ কি.মি।
☛ মিয়ানমারের সাথে বাংলাদেশর সীমান্ত জেলা - ৩টি।
☛ বেরুবাড়ী সীমান্ত বাংলাদেশের যে জেলায় - পঞ্চগড়।
☛ বিলোনিয়া সীমান্তবর্তী স্থানটি অবস্থিত - ফেনী।
☛ বাংলাদেশ-ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় - ১ আগস্ট ২০১৫।
☛ বাংলাদেশের ভিতরে ভারতের সাবেক ছিটমহল ছিল - ১১১টি।
☛ আঙ্গরপোতা ছিটমহল যে জেলায় অবস্থিত - লালমনিরহাট।
☛ দহগ্রামের আয়তন - ৩৫ বর্গকিমি।
☛ ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল - ৫১টি।
☛ বাংলাদেশের যে জেলাকে ছিটমহলবেষ্টিত জেলা বলা হয় - লালমনিরহাট।
☛ ভারত বাংলাদেশের জন্য তিনবিঘা করিডোর খুলে দেয় - ২৬ জুন ১৯৯২।
☛ তিনবিঘা করিডোরের বিনিময়ে বাংলাদেশ ভারতকে হস্তান্তর করে - বেরুবাড়ী ছিটমহল।
☛ বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয় - ৬ জুন ২০১৫।
☛ বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় বা বিলুপ্ত হয় - ১ আগস্ট ২০১৫।
☛ ‘বারমুডা ট্রায়াঙ্গল’ এর অবস্থান - আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে।
☛ ‘লাল করিডোর’ অঞ্চল চিহ্নিত হয় - ভারতে।
☛ Golden Crescent - পাকিস্তান, ইরান ও আফগানিস্তান এলাকা।
☛ মহাস্থানগড়ের পুরাতন নাম - পুন্ড্রবর্ধন।
☛ ‘মহাস্থানগড়’ যে নদীর তীরে অবস্থিত - করতোয়া।
☛ 'পাহাড়পুর' যে জেলায় অবস্থিত - নওগাঁ ।
☛ বরেন্দ্র জাদুঘর যে জেলায় অবস্থিত - রাজশাহী ।
☛ উয়ারী-বটেশ্বর যে জেলায় অবস্থিত - নরসিংদী ।
☛ সোনা মসজিদ অবস্থিত - চাঁপাইনবাবগঞ্জ জেলায় ।
☛ “সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি অবস্থিত - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ।
☛ ময়নামতিতে যে সভ্যতার নিদর্শন পাওয়া যায় - বৌদ্ধ সভ্যতা ।
☛ আহসান মঞ্জিল যে নদীর তীরে অবস্থিত - বুড়িগঙ্গা ।
☛ লালবাগ কেল্লার আদি নাম - আওরঙ্গবাদ দুর্গ।
☛ মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত - আগারগাঁও।
☛ বাংলাদেশের প্রাচীনতম বিহার - শালবন বিহার।
☛ এতিহাসিক “পানাম নগর' অবস্থিত - সোনারগাঁও।
☛ বরিশালের প্রাচীন নাম - চন্দ্রদ্বীপ ।
☛ ময়মনসিংহ জেলার পূর্বনাম - নাসিরাবাদ ।
☛ নোয়াখালী জেলার পূর্বনাম - সুধারাম ।
☛ লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেন - যুবরাজ মুহাম্মদ আজম শাহ।
☛ 'শীলাদেবীর ঘাট' অবস্থিত - বগুড়া ।
☛ ময়নামতির পূর্বনাম - রোহিতগিরি ।
☛ আনন্দবিহার অবস্থিত - ময়নামতিতে ।
☛ বঙ্গভবনের পূর্ব নাম - গভর্নর হাউস ।
☛ ঢাকার প্রথম মসজিদ - বিনত বিবির মসজিদ ।
☛ ‘স্ট্যাচু অব পিস' অবস্থিত - দক্ষিণ কোরিয়ার সিউলে।
☛ ‘গ্রিনিচ মান মন্দির’ অবস্থিত - লন্ডনে ।
☛ 'লাল করিডোর’ অঞ্চল চিহ্নিত হয় - ভারতে ।
☛ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে পরিচিত - গ্রাউন্ড জিরো নামে ।
☛ “হোয়াইট হাউজ” যে শহরে অবস্থিত - ওয়াশিংটনে ।
☛ 'এডামস পিক'-এর অবস্থান - শ্রীলংকা ।
☛ “হোয়াইট হল” অবস্থিত - লন্ডনে ।
☛ 'তাহরির স্কয়ার” অবস্থিত - কায়রো, মিশরে ।
☛ ‘ইন্ডিয়া গেট' অবস্থিত - নয়াদিল্লিতে ।
☛ যে দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল - গ্রিস ।
☛ ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত - ইরাকে ।
☛ 'কারবালা' বর্তমানে যে দেশে অবস্থিত - ইরাক ।
☛ ল্যুভর মিউজিয়াম অবস্থিত - প্যারিসে ।
☛ দুই মহাদেশে অবস্থিত নগরী - ইস্তানবুল ।
☛ বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটারলু' যে দেশে অবস্থিত - বেলজিয়াম।
☛ বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত 'তক্ষশীলা' অবস্থিত - পাকিস্তানে ।
☛ যে দেশে মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিগণ কর্তৃক সমভাবে সমাদৃত - জেরুজালেম ।
☛ বিমান বাংলাদেশ এয়ারলাইল্স প্রতিষ্ঠিত হয় - 8 জানুয়ারি, ১৯৭২।
☛ বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় - ১৯৭২ সালে ।
☛ বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর-_ ৩টি ।
☛ দেশের দীর্ঘতম রেলরুট - ঢাকা-পঞ্চগড় (দৈর্ঘ্য ৬৩৯ কিমি) ।
☛ বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা অবস্থিত - সৈয়দপুর ।
☛ দেশের তথা ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ চালু হয় - ২৮ ডিসেম্বর ২০২২ ।
☛ নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল - কর্ণফুলী।
☛ কর্ণফুলী টানেলের মূল অংশের দৈর্ঘ্য - ৩.৪ কিমি ।
☛ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম - বাংলার দূত ।
☛ চিলাহাটি রেলওয়ে জংশনটি যে জেলায় অবস্থিত - নীলফামারী ।
☛ বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় - দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত।
☛ বাংলাদেশের বেসামরিক বিমান সংস্থার নাম - বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
☛ পদ্মা সেতু নির্মিত হওয়ায় রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ তৈরি হয় - ২১ টি জেলার।
☛ বাংলাদেশে রেলপত - তিন প্রকার (ব্রডগেজ, মিটার গেজ, ডুয়েল গেজ)।
☛ বর্তমানে বাংলাদেশে রেলপথের দৈর্ঘ্য - ৩,০৯৩ কিমি।
☛ পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে - ৬.১৫ কি.মি ও ১৮.১০ মিটার।
☛ পদ্মা সেতু উদ্ভোধন করা হয় - ২৫ জুন ২০২২।
☛ পদ্মা সেতু যে দুটি জেলাকে যুক্ত করেছে - মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।
☛ দেশের বৃহত্তম সেতুর নাম - পদ্মা সেতু।
☛ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ অবস্থিত - গঙ্গা নদীর উপর (পদ্মা)।
☛ খান জাহান আলী সেতু যে নদীর উপর নির্মিত - রূপসা।
☛ দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম - মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার।
☛ নির্মিতব্য মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের অবস্থান - মহেশখালী, কক্সবাজার।
☛ বর্তমানে বাংলাদেশে নদী বন্দর - ৪৩টি।
☛ বাংলাবান্ধা যে জেলায় অবস্থিত - পঞ্চগড়।
☛ বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর - নরায়ণগঞ্জ।
☛ চট্টগ্রাম সমুদ্রবন্দর যে নদীর তীরে অবস্থিত - কর্ণফুলী।
☛ পায়রা সমুদ্রবন্দর যে জেলায় অবস্থিত - পটুয়াখালী।
☛ ভোমরা স্থলবন্দর যে জেলায় - সাতক্ষীরা।
☛ বাংলাদেশে সমুদ্রবন্দর - ৩টি (চট্টগ্রাম, মংলা ও পায়রা)।
☛ বাংলাদেশে মোট স্থলবন্দর আছে - ২৪টি।
☛ মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর - টেকনাফ।
☛ ‘সোনা মসজিদ’ স্থলবন্দর অবস্থিত - চাঁপাইনবাবগঞ্জ।
☛ মংলা বন্দর যে নদীর তীরে অবস্থিত - পশুর।
☛ শেরপুরে নাকুগাঁও স্থলবন্দরের ভারতীয় অংশের নাম - ডলু।
☛ টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় - ১৯১২ সালে।
☛ গোল্ডেন গেট সেতুটি অবস্থিত - সানফ্রান্সিসকো।
☛ চীন-পাকিস্তানের মধ্যে নির্মিত সড়কপথ - কারাকোরাম (সিল্ক রোড)।
☛ ইউরোপ এবং দুই কোরিয়ার সাথে প্রস্তাবিত রেলপথ - আয়রন সিল্ক রুট।
☛ ফিলিপাইন থেকে তুরস্ক পর্যন্ত প্রস্তাবিত সড়কপথ - এশিয়ান হাইওয়ে।
☛ বিশ্বের দীর্ঘতম সেতুর নাম - ডানিয়ং-কুনসান গ্রান্ড সেতু।
☛ পৃথিবীর দীর্ঘতম উড়াল সেতুর নাম - ব্যাং না এক্সপ্রেসওয়ে।
☛ পৃথিবীর দীর্ঘতম রেলসেতুর নাম - সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
☛ বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী জাহাজের নাম - সিম্ফোনি অব দ্যা সিজ।
☛ লুফথানসা যে দেশের বিমান সংস্থা - জার্মানি।
☛ ‘ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স’ যে দেশের বিমান সংস্থা - যুক্তরাষ্ট্র।

✤ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নউত্তর ✤


১। নিম্নের কোনটি বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমার সঠিক পরিমাপ?

[রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০২৩)]

২। নিচের কোন এলাকায় নদীর উলম্ব ক্ষয় সবচেয়ে বেশী?

[রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০২৩)]

৩। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?

[বিসিএস ৪১তম]

৪। বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

[বিসিএস ৩৮তম]

৫। গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে--

[সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২০০৬)]

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।