Type and Search the content here ...


বিসিএস প্রিলিমিনারি টেস্টের বিষয়ভিত্তিক নম্বর বন্টন


ক্রমিক নংবিষয় নম্বর বন্টন
  ০১       বাংলা ভাষা ও সাহিত্য     ৩৫    
  ০২       ইংরেজি ভাষা ও সাহিত্য     ৩৫    
  ০৩       বাংলাদেশ বিষয়াবলি     ৩০    
  ০৪       আন্তর্জাতিক বিষয়াবলি     ২০    
  ০৫       ভূগোল     ১০    
  ০৬       সাধারন বিজ্ঞান     ১৫    
  ০৭       কম্পিউটার ও তথ্য প্রযুক্তি     ১৫    
  ০৮       গাণিতিক যুক্তি     ১৫    
  ০৯       মানসিক দক্ষতা     ১৫    
  ১০       নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন     ১০    
        সর্বমোট     ২০০    

বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার সিলেবাস


বাংলা ভাষা ও সাহিত্য ► পূর্ণমান : ৩৫


ভাষা - ১৫
বানান ও বাক্য শুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ, ধ্বনি, বর্ণ, শব্দ, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস।
সাহিত্য -২০
ক. প্রাচীন ও মধ্যযুগ (০৫)    খ. আধুনিক যুগ (১৫)।



English Language and Literature ► marks : 35


Part-1: Language - 20

i) Parts of speech: Noun, Pronoun, Verb, Adverb, Adjective, Preposition, Conjunction, Number, Gender, Finite Verb, non-finite verb, gerund, linking verb, phrasal verb, Model.
ii) Idioms & Phrases: Meanings of Phrases, kinds of Phrases, Identifying Phrases.
iii) Clauses: The Principal Clause, The Subordinate Clause, The Noun Clause, The Adjective Clause, The Adverbial Clause & its types.
iv) Corrections: The Tense, The Verb, The Preposition, The Determiner, The Gender, The Number.
v) Sentences & Transformations: The Simple Sentence, The Compound Sentence, The Complex Sentence, The Active Voice, The Passive Voice, The Positive Degree, The Comparative Degree, The Superlative Degree.
vi) Words: Meanings, Synonyms, Spellings, Usage of words as various parts of speech, formation of new words.
vii) Composition: Names of parts of paragraphs/letters/applications.


Part-2: Literature - 15

English Literature: Names of Writers of Literary, Quotations from Drama/Poetry of Different Ages.



বাংলাদেশ বিষয়াবলি ► পূর্ণমান : ৩০


১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি :(০৬)
প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস; ভাষা আন্দোলন; ছয়-দফা আন্দোলন ১৯৬৬; অসহযোগ আন্দোলন ১৯৭১; গণ অভ্যুথান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।

২. বাংলাদেশের জনসংখ্যা:(০৩) আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি।

৩. বাংলাদেশের কৃষিজ সম্পদ :(০৩) শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা ।

৪. বাংলাদেশের অর্থনীতি :(০৩) উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্য বিমোচন ইত্যাদি ।

৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : (০৩) শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।

৬. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : (০৩) রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা ।

৭. বাংলাদেশের সংবিধান: (০৩) প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।

৮. বাংলাদেশের সরকার ব্যবস্থা : (০৩) আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন,নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার।

৯. (০৩) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরষ্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।


আন্তর্জাতিক বিষয়াবলি ► পূর্ণমান : ২০


১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি; ০৪
২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক; ০৪
৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ; ০৪
৪. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি; ০৪
৫. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। ০৪


ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ► পুর্ণমান : ১০


১. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ০২
২ অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব ০২
৩. বাংলাদেশের পরিবেশ-প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেজসমূহ, ০২
৪. বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশের পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের (যেমন - অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব; ০২
৫. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা । ০২


সাধারন বিজ্ঞান ► পূর্ণমান : ১৫


ভৌতবিজ্ঞান: (০৫)
পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি ও এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ, শব্দ, তাপ ও আলোর প্রকৃতি, স্থির এবং চল বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তি, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব ও জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি ।

জীববিজ্ঞান: (০৫)
জীবের ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক-সংশ্রেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃৎপিন্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্রান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।

আধুনিক বিজ্ঞীন: (০৫)
পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, বায়ুমণ্ড, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ব, ফোটন কণা ইত্যাদি।


কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ► পূর্ণমান: ১৫


কম্পিউটার: (১০)

কম্পিউটারের অঙ্গসংগঠন : কি-বোর্ড, মাউস , ওসিআর, সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ ইত্যাদি।
দৈনন্দিন জীবনে কম্পিউটার : কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি।
কম্পিউটার প্রোগ্রাম : ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি।
ডেটাবেইস সিস্টেম; কম্পিউটারের নম্বর ব্যবস্থা; অপারেটিং সিস্টেমস; কম্পিউটারের পারফরমেন্স; কম্পিউটারের ইতিহাস; কম্পিউটারের প্রকারভেদ।


তথ্যপ্রযুক্তি: (০৫)

সেলুলার ডাটা নেটওয়ার্ক : টুজি , থিজি , ফোরজি জি , ওয়াইম্যাক্স ইত্যাদি।
কম্পিউটার নেটওয়ার্ক : ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি।
নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি।
তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান: গুগল , মাইক্রোসফট ,আইবিএম ইত্যাদি।
সোশ্যাল নেটওয়াকিং: ফেসবুক, টুইটার,ইন্সটাগ্রাম ইত্যাদি।
দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি; ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট; ক্লাউড কম্পিউটিং; ওয়ার্ড ওয়াইড ওয়েব; ইনটারনেট; ই-কমার্স; রোবটিক্স; সাইবার অপরাধ ।


গাণিতিক যুক্তি ► পুর্ণমান : ১৫


১. বাস্তব সংখ্যা, ল.সা.গু., গ.সা.গু., শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি । ০৩
২. বীজগাণিতিক সুত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, গাণিতিক অসমতা, সরল সহসমীকরণ । ০৩
৩. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা । ০৩
৪. রেখা, কোণ, ব্রিভুজ ও চতুর্ভূজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি__সরলক্ষেত্র ও ঘনবস্তু। ০৩
৫. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা । ০৩


মানসিক দক্ষতা ► পুর্ণমান : ১৫


১. ভাষাগত যৌক্তিক বিচার ২. সমস্যা সমাধান ৩. বানান ও ভাষা ৪. যান্ত্রিক দক্ষতা ৫. স্থানাঙ্ক সম্পর্ক ৬. সংখ্যাগত ক্ষমতা।

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন ► পুর্ণমান : ১০


মূল্যবোধ শিক্ষা এবং সুশাসনের সংজ্ঞা; শাসন; মূল্যবোধ শিক্ষা এবং সুশাসনের সাধারণ উপলব্ধি; মূল্যবোধ শিক্ষার গুরুত্ব; একজন নাগরিক হিসেবে ব্যক্তিজীবনের পাশাপাশি সমাজ ও জাতীয় গঠনের আদর্শ; জাতীয় উন্নয়নে মূল্যবোধ শিক্ষা এবং সুশাসনের প্রভাব;


বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।