Recommended: Firefox or Opera
বাস্তব সংখ্যা
সংখ্যা:
১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ সার্থক অঙ্ক এবং সাহায্যকারী ০ ব্যবহার করে পরিমান বোঝালে তাকে সংখ্যা বলে। যেমন: ৫, ২২, ৩২০ ইত্যাদি।
১ থেকে ১০০ পর্যন্ত:-
শূন্য আছে ১১টি, ১ আছে ২১টি।
শূন্য সংখ্যার আদি ধারনা দেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট।
১ মৌলিক বা যৌগিক কোনটাই নয়। সৃষ্টির আদি সংখ্যা।
পূর্ণ সংখ্যা: শূন্য সহ সকল অখন্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন - ২৫, ৫০, ০, -৫, -৭৭ ইত্যাদি।
স্বাভাবিক সংখ্যা:
সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার সেটকে দ্বারা প্রকাশ করা হয়। যেমন - ১, ২১,৪৫ ইত্যাদি।
ভগ্নাংশ সংখ্যা:
লব/হর আকারে প্রকাশিত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। যেমন - ২/৩, ৫/৭, ৩/৭ ইত্যাদি।
রোমান সংখ্যা
রোমান গণনায় ব্যবহৃত সংখ্যা যা প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে।
I=1;V=5;X=10;L=50;C= 100; D = 500; M = 1000
বাস্তব সংখ্যা :
যে সকল সংখ্যাকে সংখ্যারেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে । সকল ধনাত্মক সংখ্যা, খণাত্মক সংখ্যা, ও শূন্য সবাই বাস্তব সংখ্যার সদস্য | বাস্তব সংখ্যার সেটকে R দ্বারা প্রকাশ করা হয়।
বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ :-
বাস্তব সংখ্যাকে সাধারনত দুই ভাগে ভাগ করা যায় : ১. মুলদ সংখ্যা এবং ২. অমুলদ সংখ্যা |
১. মুলদ সংখ্যা : যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করে আকারে a/b আকারে প্রকাশ করা যায়, সেই সকল সংখ্যাকে মুলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা সংখ্যাকে Q দ্বারা প্রকাশ করা হয়।
২. অমুলদ সংখ্যা : যে সকল সংখ্যাকে a/b আকারের ভগ্নাংশরূপে প্রকাশ করা যায় না, সেগুলোকে অমুলদ সংখ্যা বলে। যেমন - √2, √5, ∛2 ইত্যাদি। অমূলদ সংখ্যাকে Q দ্বারা প্রকাশ করা হয়।
মৌলিক সংখ্যা :
১ থেকে বড় যেসব সংখ্যা ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে।
মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক নেই। যেমন : ২, ৩, ৫ ,৭,১১, ইত্যাদি।
সীমা | মৌলিক সংখ্যা | মোট |
---|---|---|
১ থেকে ১০ | ২, ৩, ৫, ৭ | ৪টি |
১১ থেকে ২০ | ১১, ১৩, ১৭, ১৯ | ৪টি |
২১ থেকে ৩০ | ২৩, ২৯ | ২টি |
৩১ থেকে ৪০ | ৩১,৩৭ | ২টি |
৪১ থেকে ৫০ | ৪১, ৪৩, ৪৭ | ৩টি |
৫১ থেকে ৬০ | ৫৩, ৫৯ | ২টি |
৬১ থেকে ৭০ | ৬১, ৬৭ | ২টি |
৭১ থেকে ৮০ | ৭১, ৭৩, ৭৯ | ৩টি |
৮১ থেকে ৯০ | ৮৩, ৮৯ | ২টি |
৯১ থেকে ১০০ | ৯৭ | ১টি |
যা মনে রাখা প্রয়োজন :
১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯টি
১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১৫টি
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫টি
৫০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১০টি
১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪৬টি
১০০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২১টি
২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১৬টি
১। ১ হতে ৯৭ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
[ডাক বিভাগ (২০২৩)]
২। ০.১ × o.o১ × o.০০১= কত?
[প্রবাসী কল্যাণ ব্যাংক (২০২৩)]
৩। -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয় ?
[পরিবেশ অধিদপ্তর (২০২৩)]
৪। p = {১, ২, ৩, ৪) এর প্রকৃত উপসেট কয়টি?
[নির্বাচন কমিশন (২০২৩), প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৪), প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৯)]
৫। ২টি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর ৪০ হলে ছোট সংখ্যাটি কত?
[বাংলাদেশ রেলওয়ে (২০২২), প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২০১০), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় (২০০৩)]
৬। দুইটি সংখ্যার যোগফল ১৬ ও তাদের গুণফল ৬৩ হলে বড় সংখ্যাটি কত?
[বাংলাদেশ রেলওয়ে (২০২২), পল্লী উন্নয়ন বোর্ড (২০০৬), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (২০২১)]
৭। \({6}{m}^{{2}}−{13}{m}+{6}\) এই সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
[বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (২০২২)]
৮। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
[স্বাস্থ্য অধিদপ্তর (২০২২)]
৯। (০.০০১/০.১)×০.১ = কত?
[স্বাস্থ্য অধিদপ্তর (২০২২)]
১০। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
[বাংলাদেশ ক্ষুদ্র ও কটির শিল্প (২০২৩),পোস্টমাস্টার জেনারেল (২০২৩)]

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।
