Type and Search the content here ...

Recommended: Firefox or Opera

বাস্তব সংখ্যা


সংখ্যা:

১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ সার্থক অঙ্ক এবং সাহায্যকারী ০ ব্যবহার করে পরিমান বোঝালে তাকে সংখ্যা বলে। যেমন: ৫, ২২, ৩২০ ইত্যাদি।
১ থেকে ১০০ পর্যন্ত:- শূন্য আছে ১১টি, ১ আছে ২১টি।
শূন্য সংখ্যার আদি ধারনা দেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট।
১ মৌলিক বা যৌগিক কোনটাই নয়। সৃষ্টির আদি সংখ্যা।


পূর্ণ সংখ্যা: শূন্য সহ সকল অখন্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন - ২৫, ৫০, ০, -৫, -৭৭ ইত্যাদি।


স্বাভাবিক সংখ্যা: সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার সেটকে দ্বারা প্রকাশ করা হয়। যেমন - ১, ২১,৪৫ ইত্যাদি।

ভগ্নাংশ সংখ্যা: লব/হর আকারে প্রকাশিত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। যেমন - ২/৩, ৫/৭, ৩/৭ ইত্যাদি।


রোমান সংখ্যা রোমান গণনায় ব্যবহৃত সংখ্যা যা প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে। I=1;V=5;X=10;L=50;C= 100; D = 500; M = 1000

বাস্তব সংখ্যা : যে সকল সংখ্যাকে সংখ্যারেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে । সকল ধনাত্মক সংখ্যা, খণাত্মক সংখ্যা, ও শূন্য সবাই বাস্তব সংখ্যার সদস্য | বাস্তব সংখ্যার সেটকে R দ্বারা প্রকাশ করা হয়।

বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ :- বাস্তব সংখ্যাকে সাধারনত দুই ভাগে ভাগ করা যায় : ১. মুলদ সংখ্যা এবং ২. অমুলদ সংখ্যা |

১. মুলদ সংখ্যা : যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করে আকারে a/b আকারে প্রকাশ করা যায়, সেই সকল সংখ্যাকে মুলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা সংখ্যাকে Q দ্বারা প্রকাশ করা হয়।

২. অমুলদ সংখ্যা : যে সকল সংখ্যাকে a/b আকারের ভগ্নাংশরূপে প্রকাশ করা যায় না, সেগুলোকে অমুলদ সংখ্যা বলে। যেমন - √2, √5, ∛2 ইত্যাদি। অমূলদ সংখ্যাকে Q দ্বারা প্রকাশ করা হয়।

মৌলিক সংখ্যা : ১ থেকে বড় যেসব সংখ্যা ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক নেই। যেমন : ২, ৩, ৫ ,৭,১১, ইত্যাদি।

সীমামৌলিক সংখ্যামোট
১ থেকে ১০ ২, ৩, ৫, ৭ ৪টি
১১ থেকে ২০ ১১, ১৩, ১৭, ১৯ ৪টি
২১ থেকে ৩০ ২৩, ২৯ ২টি
৩১ থেকে ৪০ ৩১,৩৭ ২টি
৪১ থেকে ৫০ ৪১, ৪৩, ৪৭ ৩টি
৫১ থেকে ৬০ ৫৩, ৫৯ ২টি
৬১ থেকে ৭০ ৬১, ৬৭ ২টি
৭১ থেকে ৮০ ৭১, ৭৩, ৭৯ ৩টি
৮১ থেকে ৯০ ৮৩, ৮৯ ২টি
৯১ থেকে ১০০ ৯৭ ১টি


যা মনে রাখা প্রয়োজন :
১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯টি
১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১৫টি
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫টি
৫০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১০টি
১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪৬টি
১০০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২১টি
২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১৬টি


১। ১ হতে ৯৭ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

[ডাক বিভাগ (২০২৩)]

২। ০.১ × o.o১ × o.০০১= কত?

[প্রবাসী কল্যাণ ব্যাংক (২০২৩)]

৩। -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয় ?

[পরিবেশ অধিদপ্তর (২০২৩)]

৪। p = {১, ২, ৩, ৪) এর প্রকৃত উপসেট কয়টি?

[নির্বাচন কমিশন (২০২৩), প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৪), প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৯)]

৫। ২টি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর ৪০ হলে ছোট সংখ্যাটি কত?

[বাংলাদেশ রেলওয়ে (২০২২), প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২০১০), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় (২০০৩)]

৬। দুইটি সংখ্যার যোগফল ১৬ ও তাদের গুণফল ৬৩ হলে বড় সংখ্যাটি কত?

[বাংলাদেশ রেলওয়ে (২০২২), পল্লী উন্নয়ন বোর্ড (২০০৬), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (২০২১)]

৭। \({6}{m}^{{2}}−{13}{m}+{6}\) এই সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি কেমন?

[বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (২০২২)]

৮। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

[স্বাস্থ্য অধিদপ্তর (২০২২)]

৯। (০.০০১/০.১)×০.১ = কত?

[স্বাস্থ্য অধিদপ্তর (২০২২)]

১০। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

[বাংলাদেশ ক্ষুদ্র ও কটির শিল্প (২০২৩),পোস্টমাস্টার জেনারেল (২০২৩)]

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।