-
২০২৪
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক
নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)
পূর্ণমান: ৭৫
পরীক্ষার তারিখ: ৩০ মার্চ ২০২৪
৫১। ০÷০ = কত?
৫২। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৬ সে. মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?
৫৩। \({9}^{{x}}+{9}^{{x}}+{9}^{{x}}=\) কত?
use firefox or opera
৫৪। \({a}^{{−{3}}}={0.2}\) হলে \({a}^{{12}}\) এর মান কত?
use firefox or opera
৫৫। ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
৫৬। 'ষড়ঋতু' কোন সমাস?
৫৭। 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
৫৮। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
৫৯। 'মুজিববর্ষ' কোন সমাস?
৬০। মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ-
৬১। 'সোনালি কাবিন' কাব্যের রচয়িতা কে?
৬২। 'চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা?
৬৩। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে?
৬৪। বাংলা সাহিত্যের কথা' কার রচিত?
৬৫। 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?
৬৬। ’ব্যায়ামে’ শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
৬৭। 'জরা' এর বিপরীতার্থক শব্দ-
৬৮। 'চাঁদ দেখা যাচ্ছে'- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
৬৯। বাংলাদেশ' কবিতাটি কার লেখা?
৭০। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে-
৭১। Forgery শব্দের বাংলা পরিভাষা কি?
৭২। 'বিবর' শব্দের অর্থ কি?
৭৩। 'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- এ উদ্ধৃতিটি কার?
৭৪। 'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?
৭৫। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।
