২৬। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?
[বিসিএস ৩৭তম, বিসিএস ৪২তম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (২০২২),পররাষ্ট মন্ত্রণালয় (২০১৯), নির্বাচন কমিশন (২০১৮), মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (২০২১), ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (২০১২) ]
২৭। সম্প্রতি থাইল্যান্ডের কোন শহরের সাথে বাংলাদেশের আকাশ পথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০২)]
২৮। নিচের কোন বহুজাতিক সংস্থা সাম্প্রতিককালে জালিয়াতির অভিযোগের সম্মুখীন হয়েছে ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০২)]
২৯। রোহিঙ্গা কারা ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০২)]
৩০। মালের সার্ক শীর্ষ সম্মেলন কততম শীর্ষ সম্মেলন ছিল?
[ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২০১০)]
৩১। বুশ প্রশাসনো বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
৩২। বিশ্বে কোন দেশে প্রথম 3- G চালু হয়?
[জগন্নাথ বিশ্ববিদ্যালয় (২০১৩)]
৩৩। মিসরের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট কে?
[জগন্নাথ বিশ্ববিদ্যালয় (২০১৩)]
৩৪। লাইন অব কন্ট্রোল ' বলতে কোন দুটি দেশের সীমান্ত রেখাকে বোঝায়?
[জগন্নাথ বিশ্ববিদ্যালয় (২০১৩)]
৩৫। টেকসই উন্নয়ন লক্ষ্য-৪ এর মূল প্রতিপাদ্য কী?
৩৬। পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
৩৭। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
[বিসিএস ৪২তম (প্রিলি special, health)]
৩৮। সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
[বিসিএস ৪২তম (প্রিলি special, health)]
৩৯। বিসিএস ৪২তম (প্রিলি special, health)
[বিসিএস ৪২তম (প্রিলি special, health)]
৪০। “D-8 Organization for Economic Cooperation” বা D-8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
[বিসিএস ৪২তম (প্রিলি special, health)]
৪১। Sustainable Development Goals (SDG) কয়টি?
[বিসিএস ৪২তম (প্রিলি special, health)]
৪২। লাতিন আমেরিকার কোন দেশটিতে সপ্রতি দুর্ভিক্ষ দেখা দিয়েছে ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
৪৩। তিন (৩) বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়ে ছিল ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৭)]
৪৪। তুরঙ্ক সম্পর্কে কোনটি সঠিক?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৬)]
৪৫। মানব উন্নয়ন সূচক ২০১৫ ' র্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৬)]
৪৬। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৫)]
৪৭। সাম্প্রতিক ২০১৫ সালে এপ্রিল মাসে নেপালে সংঘটিত ভূমিকম্পটি কী নামে পরিচিত?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৫)]
৪৮। এজন্ডা ২১' কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৫)]
৪৯। কোন দেশ এ বছর তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে?
[বিসিএস ২০তম, ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৫)]
৫০। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট ভারতের কয়টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে?
[১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন (২০১৪), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (২০১৫)]

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।
