১২৬। ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর ?
[প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৮)]
১২৭। বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১২৮। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কী?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১২৯। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমতলে বসবাস করে?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮), খাদ্য অধিদপ্তর (২০১২), প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৯), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (২০০৯)]
১৩০। শিখা চিরন্তন' কোথায় অবস্থিত ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১৩১। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১৩২। মধ্যযুগে উলুঘ খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্যকর্মটির নাম কী?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১৩৩। কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করেছে?
[বিসিএস ৩৮তম, ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮), দুর্নীতি দমন ব্যুরো (২০০৪), অর্থ মন্ত্রণালয় (২০০৭)]
১৩৪। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১৩৫। দুদক আইন কত সালে প্রণীত হয়?
[দুদক (২০২২)]
১৩৬। রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা' গানটি রচনা করেন কোন ঘটনার প্রেক্ষাপটে?
[নৌ-পরিবহণ কর্পোরেশন (২০২২)]
১৩৭। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন মুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক উপাধি প্রদান করা হয়?
[নৌ-পরিবহণ কর্পোরেশন (২০২২)]
১৩৮। কখন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন?
[নৌ-পরিবহণ কর্পোরেশন (২০২২)]
১৩৯। ঐতিহাসিক ছয় দফার প্রথম দফার বিষয়বস্তু কী ছিল?
[নৌ-পরিবহণ কর্পোরেশন (২০২২)]
১৪০। মাধবকুণ্ড প্রাকীইতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১৪১। দ্য আলটিমেট ফেইট অব দ্য ইউনিভার্স' বইটির রচয়িতা কে ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১৪২। বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৭)]
১৪৩। ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে?
[কৃষি উন্নয়ন কর্পোরেশন (২০২২), বাংলাদেশ রেলওয়ে (২০২২), মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (২০২০), ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৭), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (২০১৪), ইসলামী বিশ্ববিদ্যালয় (২০১৬)]
১৪৪। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
[বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (২০১২), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (২০২০), কারিগরি শিক্ষা অধিদপ্তর (২০২১)]
১৪৫। বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
[স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (২০২২), কৃষি উন্নয়ন কর্পোরেশন (২০১৭), খাদ্য অধিদপ্তর (২০১১)]
১৪৬। ষাট গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
[স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (২০২২)]
১৪৭। ঢাকার আর্ট কলেজের (Institute) স্থপতি কে?
[স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (২০২২)]
১৪৮। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচনে কমিশনার ছিলেন-
[প্রাথমিক সহকারী শিক্ষক (২০১৮)]
১৪৯। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]
১৫০। বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাশ করা হয় ?
[ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮)]

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।
