বিসিএস ৪৬তম পরীক্ষার প্রশ্ন সমাধান
পূর্ণমান - ২০০
১৫১। Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
১৫২। পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
১৫৩। একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৩: ২ হলে এবং মহিলা সংখ্যা ২৫ জন হলে -পুরুষের সংখ্যা কত?
১৫৪। সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
১৫৫। সেই জুটি নির্বাচন করুন যা- "Children: pediatrician" জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
১৫৬। একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
১৫৭। যদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?
১৫৮। একজন মহিলা বলছেন, "আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের এগারো ভাগের একভাগ।" মহিলার বয়স কত?
১৫৯। নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
১৬০। যদি E = 10, J=20, O=30 এবং T= 40 হয়, তাহলে B+E+S+T=?
১৬১। একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, "তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।" ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
১৬২। নিম্নের শব্দগুলো অভিধানে। যে ক্রমে আছে সেভাবে সাজান;(১) Protect (২) Pragmatic (৩) Pastel (8) Postal (৫) Pebble
১৬৩। লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে জন ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে
১৬৪। CONIC শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?
১৬৫। 4 সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?
১৬৬। কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮∘ ও ৬২∘ ত্রিভুজটি কোন ধরনের?
১৬৭। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সেমি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
১৬৮। ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?
১৬৯। \({{\log}_{\sqrt{{8}}}{x}}={3}\frac{{1}}{{3}}\) হলে x এর মান কত?
[Recommended: Firefox or Opera]
১৭০। \(\frac{{1}}{{2}}×{2}^{{{x}−{3}}}+{1}={5}\) হলে x এর মান কত?
[Recommended: Firefox or Opera]
১৭১। 3x - y=3, 5x + y=21 হলে (x, y) এর মান -
১৭২। \({x}^{{2}}+{y}^{{2}}+{z}^{{2}}={2}\), xy + yz + zx=1 হলে \({\left({x}+{2}{y}\right)}^{{2}}+{\left({y}+{2}{z}\right)}^{{2}}+{\left({z}+{2}{x}\right)}^{{2}}\) এর মান -
[Recommended: Firefox or Opera]
১৭৩। \({x}^{{2}}−{7}{x}+{12}≤{0}\) এর সমাধান সেট-
[Recommended: Firefox or Opera]
১৭৪। ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
১৭৫। বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একটি আদর্শ ও নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এ দুটি সম্পুর্ণ বিপরীতমূখী। ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ থাকলেও প্রথম সারিতেই থাকে একটি ভাল চাকরির প্রত্যাশা। এখনকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরি ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত ও হতশাগ্রস্থ হচ্ছে চাকরি প্রত্যাশি শিক্ষার্থীরা। বিভিন্ন বই-পত্র এবং ইন্টারনেট থেকে তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও আপডেট তথ্যাবলী দিয়ে এই সাইট-টি সজ্জিত করা হয়েছে।
